ভোর
বানান বিশ্লেষণ:
ভ্+ও+র্+অ
উচ্চারণ: [bʰo.rə]
[ভো.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
মৈথিলি ভোর>দেশী ভোর
পদ:
বিশেষ্য।
অর্থ:
প্রভাত, সকাল
উদাহরণ:
বিরহ সাথি করি সজনী রাধা রজনী করত হি ভোর ।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।২]