ভরম
বানান বিশ্লেষণ:
ভ্+অ+র্+অ+ম্+অ
উচ্চারণ: [
bʰə.rə.mə]
[ভ.র.ম]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
সম্ভ্রম (সম্-ভ্রম)>বাংলা স্বরাগমে সম্-ভরম> সম্ উপসর্গের বিচ্যুতিতে ভরম।
পদ: বিশেষ্য।
অর্থ:
সম্ভ্রম, মান, মর্যাদা
উদাহরণ: বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৭।৫]