ভয়
বানান বিশ্লেষণ: ভ্+অ+য়্+অ
উচ্চারণ: [ə.ə] [ভয়্.অ]।  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত য়>বাংলা ভয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভী (ভীত হওয়া) +অ (অচ), ভাববাচ্য।
পদ: বিশেষ্য।
অর্থ: মনে উৎপন্ন ভীত দশা।
সমার্থক শব্দাবলি: আশঙ্কা, শঙ্কা

উদাহরণ: