ভৃঙ্গ
বানান বিশ্লেষণ:
ভ্+ঋ+ঙ্+গ্+অ
উচ্চারণ: [bʰriŋ.gə]
[ভৃঙ্.গ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ভৃঙ্গ>বাংলা ভৃঙ্গ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: ভৃ (ভরণ) +গ (গন্), কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য
অর্থ:
ভ্রমর, মধুগ্রাহক, মধুকর:
উদাহরণ:
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)
৮।৭]