ভূমিশয়ন-'পর
বানান বিশ্লেষণ: ভ্+ঊ+ম্+ই+শ্+অ+য়্+অ+ন্+অ-প্+অ+র্+অ
উচ্চারণ: [bʰu.mi.ʃ
ə.ə...] [ভু.মি.শয়্.অ.ন-প.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ভূমি>বাংলা ভূমি +সংস্কৃত শয়ন>বাংলা শয়ন +সংস্কৃত উপরি>প্রাকৃত উরিং>বাংলা উপর>'পর (উ লোপ)
পদ: বিশেষ্য (অব্যয় সাধিত, অধিকরণে)
অর্থ: ভূমিতে শয়ন (শয্যা) তার উপর।
উদাহরণ: ভূমিশয়ন-'পর আকুল কুন্তল,      কাঁদই আপন ভুলে ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।]