যামিনী
বানান বিশ্লেষণ:
য্+আ+ম্+ই+ন্+ঈ
উচ্চারণ: [ia.mi.ni]
[ইয়া.মি.নি]
[ই
ধ্বনি হ্রস্ব,
অনেকটা স্পর্শস্বরের মতে]
শব্দ-উৎস:
সংস্কৃত যামিনী>বাংলা যামিনী
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
যাম {Öযা
(গমন করা) +ম
(মন্), কর্তৃবাচ্য} +ঈ
(ঙীপ্)
পদ: বিশেষ্য
অর্থ: যাম (সময়) গমন করে যেথায়। অর্থাৎ দিনের আলো ফুরিয়ে গেলে যেখান যাম
(সময়) গমন করে। এই অর্থে দিবানিশির নিশি অংশ।
সমার্থক শব্দাবলি:
রাত্রি, নিশি, বিভাবরী, যামিনী।
উদাহরণ:
শশিসনাথ যামিনী, বিরহবিধুর কামিনী [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।৭-৮]