যাপসি
বানান বিশ্লেষণ: য্+আ+প্+অ+স্+ই
উচ্চারণ: [
ɟa.pə.si] [জা.প.সি]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত যাপি-যাপয়>বাংলা যাপ্>যাপসি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: যাপ্ (অতিবাহিত করা)+ অসি
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান অনুজ্ঞা)
অর্থ: যাপন করো, অতিবাহিত করো 
উদাহরণ: রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায় ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১০]