যায়
বানান বিশ্লেষণ:
য্+আ+য়্+অ
উচ্চারণ: [ɟaê.ə]
[জায়্.অ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
ক্রিয়ামূল
√যা
(যাওয়া)>বাংলা
√যা>যায়
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√যা
(গমন করা) +য় (সাধারণ বর্তমান কালের নামপুরুষে ব্যবহৃত ক্রিয়া-বিভক্তি।
অর্থ: গমন করা। (সাধারণ বর্তমানকালে নাম পুরুষে এই ক্রিয়াপদ ব্যবহৃত
হয়।
১. গমন করে (বহয়ি যায় অর্থ হলো বহিয়া যা, প্রবাহিত হয়)
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে ।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।৬]
দেখ, লো
সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায়
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৮]
২. অতিবাহিত হয়।
রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায় !
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ৪]