যূথি
বানান বিশ্লেষণ:
য্+উ+থ্+ই
উচ্চারণ: [ɟu..t̪ʰi]
[জু.থি]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত যূথিকা>যূথী>বাংলা যূথী>যূথি (ভানুসিংহ ঠাকুরের পদাবলী)।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
যূথ {√যু
(বন্ধন) +থ
(থক),
অধিকরণবাচ্য} + ঈ (ঙীষ্)
পদ:
বিশেষ্য
অর্থ:
যূথিকা নামক ফুল ও তার গাছ।
উদাহরণ:
গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুল - মালিকা । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।১০
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে বকুল যূথি জাতি রে॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৮]