বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১০২
শিরোনাম: কেউ নয়ন মুদে দেখে
বেহাগ-জলদ একতালা
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার।
কেউ বলে, ভাই, একহাঁটু জল, কেউ বলে সাঁতার।
কেউ বলে, ভাই এলাম দেখে, কেউ বলে, ভাই, মলাম ডেকে;
কোন্ শাস্ত্রে কি রকম লেখে, তত্ত্ব পাওয়া ভার।
কেউ বলে, সে পরম দয়াল, কেউ বলে, সে বিষম ভয়াল,
কেউ বলে, সে ডাক্লে আসে, কেউ কয় নির্ব্বিকার।
কেউ বলে সে গুণাতীত, কেউ বলে সে গুণাণ্বিত,
কেউ বলে আধেয়, (আবার) কেউ বলে আধার।
কেউ দেখে তায় করালকালী, কেউ বা দেখে বনমালী,
কেউ বা তারে স্থূল দেখে, কেউ ভাবে নিরাকার;
কান্ত বলে দেখ্রে বুঝে, রাখ্ বিতর্ক ট্যাকে গুঁজে;
‘এটা নয়, সে ওটা’,– এ সিদ্ধান্ত চমৎকার!