বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১০৪
শিরোনাম: কেন বঞ্চিত হব চরণে
মিশ্র-একতালা
কেন বঞ্চিত হব চরণে,
আমি, কত আশা করে বসে আছি, পাব জীবনে, না হয় মরণে॥
আহা তাই যদি নাহি হবে গো,–
পাতকী-তারণ, তরীতে তাপিত আতুরে তুলে না লবে গো,
হয়ে পথের ধুলায় অন্ধ,
ঘাটে দেখিব কি খেয়া বন্ধ?
তবে পারে বসে পার কর বলে, পাপী বকেন ডাকে দীন-শরণে?
আমি শুনেছি, হে তৃষাহারি!
তুমি এনে দাও তারে প্রেম- অমৃত, তৃষিত যে চাহে বারি।
তুমি, আপনা হইতে হও আপনার,
যার কেহ নাহি তুমি আছ তার;
এ কি, সব মিছে কথা, ভাবিতে যে ব্যথা বড় বাজে, প্রভু, মরমে।
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১৬ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
স্বরলিপিকার : ইন্দিরাদেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র
তাল: একতাল
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা