বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১০৭
শিরোনাম: কোন্ সুন্দর নব প্রভাতে
মিশ্র-খাম্বাজ-জলদ একতালা
কোন্ সুন্দর নব প্রভাতে,
তুমি উদিলে ধরা জাগিল হে!
স্নিগ্ধমলয় বহিল মন্দ,
বনকুসুম–
তব বদনচুম্ব মাগিল হে!
দুখ নিমগগনে, ধরাবাসিজনে,
আনন্দকিরণে ভাসিল–
মোহ-জলদ সরিল, –সবারি হৃদয়–
আঁধার টুটিল হে;
‘জয়মঙ্গলরুপী নবরবি’ রবে
সবে বন্দন গাহিল হে!
আবার-সান্ধ্যগগনে স্তিমিতকিরণে
চলিলে, নিভিল উজল ভাতি হে,
অস্ত, নিখিল ব্যস্ত, দিয়ে গেলে
দুখরাতি হে,
সবে ডুবিল ঘোর অন্ধতিমিরে
নিরাশায় চিত ভরিল হে!
আর কি কভু এ ভাগ্যগগনে
উদিবে করুণা করিয়া,
দাঁড়াও! সৌম্য মুরতি হেরি, এ
তৃষিত নয়ন ভরিয়া,
তবে মিলনের ভয়ে বিরহ ভীতি
হৃদয় আকুল করিল হে।