বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১০৮
শিরোনাম: কোলের ছেলে, ধুলো ঝেড়ে, তুলে নে
ভৈরী-ঝাঁপতাল
কোলের ছেলে, ধুলো ঝেড়ে, তুলে নে কোলে,
ফেলিস্ নে মা, ধুলো-কাদা মেখেছি ব’লে।
সারা দিনটে ক’রে খেলা, ফিরেছি মা সাঁঝের বেলা
(আমার) খেলার সাথী, যে যার মত গিয়েছে চ’লে!
কত আঘাত লেগেছে গায়, কত কাঁটা ফুটেছে পায়,
(কত) প’ড়ে গেছি, গেছে সবাই, চরণে দ’লে।
কেউ তো আর চাইলে না ফিরে, নিশার আঁধার এল ঘিরে,
(তখন) মনে হ’ল মায়ের কথা নয়নের জলে!