বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১১০
শিরোনাম: গা তোল, গা তোল
মধুকানের সুর-ঠেস্ কাওয়ালী
গা তোল, গা তোল গিরিরাণি!
এনেছি, মা, শুভবাণী,
দেখে এলাম পথে তোর-ঈশানী।
রুপে কানন আলো ক’রে
ছেলে দুটি কোলে ধ’রে,
কিশোরী কেশরি– ' পরে,
কোটি চন্দ্র নিন্দি পা দু’খানি।
শঙ্খ-সিন্দুরে শুধু শোভে শ্রীঅঙ্গ,
অলঙ্কারে কাজ কি, –সে যে আলোক-তরঙ্গ।
রোদে কষ্ট হবে ব’লে,
মাথার উপর জলদ চলে,
শাখীরা সব শির দোলায়ে,
ক’চ্ছে বাতাস, পল্লব কাছে আনি’
পথের পাশে থরে থরে উঠ্ছে ফুটে ফুল,
(মায়ের) আগমনী-মঙ্গল-গানে,
আকুল কোকিল-কুল।
যত সুমিষ্ট ফল ছিল গাছে,
পড়্ছে এসে মায়ের কাছে;
“মা, মা” ব’লে চরণতলে,
লুট্ছে যত মুনি, ঋষি, জ্ঞানী।
ছুটে এলাম, রাণী মা গো, সুসংবাদ দিতে,
মুছ নয়ন ধারা, ধৈরয ধর, মা, চিতে।
কান্ত বলে, সুসংবাদে
বিবশা মেনকা কাঁদে;
আনন্দের সেই পূত নীরে
ধুয়ে যায় গো প্রাণের যত গ্লানি।