বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১১১
শিরোনাম: গুরুবাক্য শিরে ধর


গুরুবাক্য শিরে ধর,
সজ্জনের সঙ্গ কর,
সদালাপে কাল হর,
অবশ্য কুশল হবে
নিজ ধর্মে মতি রেখ,
সাধুর জীবন দেখ,
সে জীবনী পড়, শেখ,
তোমারেও সাধু ’বে।
বিষধর সর্প সম
কুসঙ্গ বর্জ্জন করি’,
পাপ-রিপু, প্রবঞ্চনা,
পরপীড়া পরিহরি’,
বিধাতার প্রেম-বলে
বিশ্বপ্রেমে যাও গ’লে,
বাধা বিঘ্ন পদে দ’লে
“জয় জগদীশ” রবে।
অচলা ভকতি রেখ’,
জনক-জননী-পদে
পিতামাতা ধ্রুবতারা
কুটিল-জীবন-পথে;
– 
ভাই-বোনে ভালবেসো,
দুখে কেঁদো, সুখে হেসো,
ভুল’ না বিভুর পদ
ধরণীর কলরবে।