বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১১৫
শিরোনাম: চির-অকরুণ, তরুণ অরুণ
কীর্ত্তন ভাঙ্গা সুর-জলদ একতালা
(হ্রস্ব-দীর্ঘ উচ্চারণভেদে পাঠ্য ও গেয়)
চির-অকরুণ, তরুণ অরুণ
দরশন দিল ধীরে;
লোহিত, নব রাগ উদিল,
পূর্ব্ব-গগন তীরে।
হিমগিরি-অধিরাজ-নগর
ভিত্তি উপল-ন্যস্ত;
গগনে সূর্য্য ভবনে শম্ভু,–
কম্পিত, অতি ত্রস্ত।
শক্তিহীন, দুর্ব্বল হর,
শক্তি-মাত্র চাহে,
গোরী-গত-প্রাণ নগর
মরিছে হৃদয় দাহে।
রজতাচল, শশিশেখর,
শঙ্কর, শিব, শান্ত;
কাল-সদৃশ ভাবি, ভীত
গিরি-পূরজন, ভ্রান্ত।
ক্ষণ-ভঙ্গুর-বিষয়-বিমুখ,
পরম-পুরুষ, সিদ্ধ;
বিজিতেন্দ্রিয়, আশুতোষ,
চির অকলুষ-বিদ্ধ;
জ্যোতির্ম্ময়, সেই-অনঘ,
সর্ব্বদেব পূজ্য;
(যেন) উদিল নগরে, চিরনির্দ্দয়,
‘অপর দশমী-সূর্য্য’
নয়ন সলিলে চরণ ধৌত
করিল অচল-রাণী;
কান্ত বলিছে, হর-পার্ব্বতী
ত্বরিতে মিলাও আনি’।