বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১১৭
শিরোনাম: জগৎ-কুশল-রূপ
কীর্ত্তন ভাঙ্গা সুর-কাওয়ালী
জগৎ-কুশল-রূপ, রজত-সচল-স্তূপ,
আগে যান স্বয়ম্ভূ শঙ্কর;
পশ্চাতে নন্দীর কোলে, উমার গনেশ দোলে,
দেবশিশু পরম সুন্দর।
কেশরি-উপরে বসি’, মাঝে যেন উমাশশী
রূপে ঝলমল পথ-ঘাট;
ভেঙ্গে গিরিপুর হ’তে লাগি’ লাগি’ পথে পথে,
কৈলাসে চলিল চাঁদের হাট।
হেরি’ মনে হয় হেন, মধ্যাহ্ণ-মার্ত্তণ্ড যেন,
অকস্মাৎ শূন্যে মিলাইল;
হিমালয়-জনপদ, শৃঙ্গ-উৎস-নদী-নদ,
আচম্বিতে তিমিরে ডুবিল।
শারদ-পূর্ণিমা-নিশা;– লক্ষ চকোরের তৃষা
মিটায়ে, হাসিতেছিল রাকা;
জলদ ভীষণকায় ধাইল রাহুর প্রায়,
ফুল্ল শশী প’ড়ে গেল ঢাকা।
বিশাল শাল্মলী বৃক্ষ, আলো করি’ অন্তরীক্ষ,
লক্ষ লক্ষ সুরঞ্জিত ফুলে,–
যেন রে দাঁড়ায়ে ছিল, সে শোভা কে হ’রে-নিল,
মুহূর্ত্তে সমস্ত ফুল তুলে।'
স্বর্গের সুষমা-সদ্ম কোটি কোটি ফুল্ল পদ্ম
ফুটেছিল সরোবর জলে;
অকস্মাৎ প্রভঞ্জন ক’রে নিল উৎপাটন,
ছিন্ন বৃন্ত প’ড়ে র’ল তলে।
হিমালয় শূন্যপ্রাণ, উৎসব-আনন্দ-গান
অকস্মাৎ কে লইল কেড়ে?
কান্ত বলে, পুরী স্তব্ধ, নাহি স্পন্দ, নাহি শব্দ,
রাজলক্ষী গেল রাজ্য ছেড়ে।