বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১২১
শিরোনাম: জাগ রে দাসদাসি


জাগ রে দাসদাসি!
জাগ রে প্রতিবাসি!
দেখ্ রে কাছে আসি’
ফেটে যে গেল বুক।
আয় রে আয় কাছে,
আর কি রাতি আছে!
রাজমহিষী হয়ে
দেখে যা কত সুখ!
যাহারে পাব ব’লে
বছরে ঘুম নাই,
যাহারে বুকে পেলে,
নিখি ভুলে যাই,
যে চ’লে যাবে ভয়ে
মরণ আগে চাই!
বিধাতা নেবে তারে,
চাবে না মার মুখ
সয়েছি কত বার
নূতন এই নয়,
আমার এ সহা-দুখ,
তথাপি নাহি সয়;
প্রতি শরতে যেন
ক্ষত নূতন হয়,
মায়ের প্রাণ ল’য়ে
বিধির এ কৌতুক।
জাগ রে শুক, সারি
হংসি, শিখি, ধেনু!
মাথায় নে রে তোরা,
মায়ের পদ-রেণু;
বরষ প’ড়ে আছে,
কে মরে, কেবা বাঁচে,
বিদায় নিয়ে রাখ্
চেপে মনের দুখ।
কান্ত বলে, উমা
উজল রাকা-শশী,
হাসিছে হিমগিরি
– 
ভবনাকাশে বসি;
চকিতে দশমীতে
নয়ন পালটিতে,
পূর্ণগ্রাস করে
সে রাহু পঞ্চমুখ।