বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১২৪
শিরোনাম: জেগে ওঠ্ দেখি মা সকল


জেগে ওঠ্ দেখি মা সকল!
হের নব প্রভাতের নব তপন উজল,
শুন জন-কোলাহল ভরা আজি ধরাতল।
এত কলরবে যদি না ভাঙ্গিবে ঘুম,
(যদি) এ ঊষায় না ফুটিবে শকতি-কুসুম,
তবে জননী গো বল্, (আর) কোথা পাব বল?
সীতা, সতী, চিন্তা, দয়মন্তী, লীলা, খনা,
সাবিত্রী, অহল্যাবাঈ, দৌপদী, জনা,
মা গো, কোন্ দেশে আছে বল্, হেন মণি নিরমল?
কেশ কেটে দিস্‌নি কি ধনুকের ছিলা ক’রে?
'মেরা ঝান্সি নেহি দেগা'
– মনে কি পড়ে?
মা গো, কোন্ দেশে বল্ সতী প্রবেশে অনল?
শক্তিরূপিণী তোরা আত্ম-বিস্মৃতা হায়;
এই নব ব্রত ধর, বর মাগো দেব-পায়;
ঐ শকতি সম্বল ল'য়ে হইব সফল।