বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১২৬
শিরোনাম: জেনে রাখ, ভায়া
বেহাগ-একতালা
জেনে রাখ, ভায়া, নারী এল ভবে কি কাজ সাধিতে;
ওরা জমা বেঁধে নেয় সংসার জমি,
চষে নাক’ কভু আধিতে।
সৃজিতে নয়ন-সলিল বন্যা,
প্রসব করিতে পুত্র-কন্যা,
(আর) শত বন্ধনে পুরুষ গরুকে
মায়ার খুঁটোয় বাঁধিতে
পরিতে পার্সি শাড়ী, সিমলাই
বোম্বাই, বারাণসী গো,
পরিতে সোনা ও হীরের গহনা
গাঁথা যাহে তারা শশী গো;
মোদের খরচে এ সব কার্য্য
সাধিতে হইবে, তা অনিবার্য্য;
‘জবাকুসুম’ ও ‘কুন্তলীনে’
চিকুর-কলাপ বাঁধিতে।
বিগ্রহে, কাক-ময়ূর-কণ্ঠা
সন্ধিতে, পিক পাপিয়া,
সন্ধি-সমরে, খেতে ছোলাভাজা
মোদের স্কন্ধে চাপিয়া।
না হয় আমরা ভাল বাসিব না,
করিতে আসেনি, ছি ছি, দাসীপনা;
খাইতে আসেনি মোদের বকুনি
কিংবা হেঁসেলে রাঁধিতে।
কষ্ট করিয়া কোমল শরীরে,
কি হেতু শিখিবে বিদ্যা?
নিত্য মুখরা বাক্যবাদিনী
ওদের সহজ-সিদ্ধা
যামিনী-শয়নে হ’লে বিলম্ব,
শয্যাপার্শ্বে বিষম লম্ব
হয়ে নিরুপায়, ও হতভম্ভ,
পায়ে ধ'রে হয় সাধিতে।
না করিতে এক পয়সা উপায়,
অনটন হোক্ হাজারি;
না ধরিতে নিজ পুত্র কন্যা,
মেয়ে যেন কোনও রাজারি।
হাসিয়া করিতে মোদের ধন্য,
রাগিয়া মলিতে মোদের কর্ণ,
(আর) ছুতোনাতা নিয়ে, অভিমান ক’রে,
মোদের মর্ম্মে ‘ঘা’ দিতে।