বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১২৭
শিরোনাম: জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান সেব্য


‘কুঞ্জে কুঞ্জে পুঞ্জে পুঞ্জে’
– সুর
জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান সেব্য, জ্ঞান পুরুষকার,
জ্ঞান কুশল-সার;
জ্ঞান ধর্ম্ম, জ্ঞান মোক্ষ, জ্ঞান অমৃত-ধার;
জড় জীবন যার, অমস অন্ধকার,
জ্ঞান বন্ধু তার।
ঐ মত্ত বিপুল নীর, চঞ্চল সুগভীর,
উর্ম্মি চির-অধীর কোথায় ভরসা-তীর
মুগ্ধ জড়ধী, মোহ-জলধি, কেমনে হইবে পার?
সান্ত্বনা কোথা আর? শরণ লইবে কার,
বিনা জ্ঞান-কর্ণধার?
ঐ মুক্ত-ব্যোমময় জ্ঞান ব্যাপিয়া রয়,
শূন্যে গ্রহনিচয়, ঘোষে জ্ঞান-জয়!
জ্ঞান উর্দ্ধে, মধ্যে, নিম্নে, জ্ঞান নিখিলধার,
জ্ঞান সৃজন-দ্বার জ্ঞান স্থিতি-ভাণ্ডার,
জ্ঞানে লয়-সংহার।
হের, বিশ্ব-কুসুমবন, করি ফুলে ফুলে বিচরণ,
ওহে জ্ঞান-মধুপগণ, কর, জ্ঞান-মধু, আহরণ,
করহ পান, করহ দান, যুগে যুগে অনিবার,
জ্ঞান-চরণ তাঁর দেহ জ্ঞান উপহার,
লভ, মুকতি-পুরস্কার।

প্রেক্ষাপট: ১৩১৫ বঙ্গাব্দে রাজশাহীতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য উপলক্ষে গানটি রচিত।
          [সূত্র: রজনীকান্তের গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]