বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১২৮
শিরোনাম: ডাক্ দেখি তোর বৈজ্ঞানিকে


তোর নাম রেখেছি হরিবালা
– সুর
ডাক্ দেখি তোর বৈজ্ঞানিকে;
দেখ্‌বো সে উপাধি দিলে,
ক'টা 'কেন'র জবাব লিখে।
ধরা কেন কেন্দ্র পানে, ছোটো বড়ো সবকে টানে,
বোঁটা-ছেঁড়া ফলটি কেন সে,
দেয় না যেতে অন্য দিকে?
কোকিল কেন কুহু বলে, জোনাকীটে কেন জ্বলে,
রৌদ্র, বৃষ্টি, শিশির মিলে
কেন ফুটায় কুসুমটিকে?
চিনি কেন মিষ্টি লাগে, চাতক কেন বৃষ্টি মাগে;
চকোরে চায় চন্দ্রমাকে,
কমল কেন চায় রবিকে?
বায়ু কেন শব্দ বহে, অনল-শিখা কেন দহে,
চুম্বক কেন লৌহ টানে,
টানে না মণি মানিকে?
ইক্ষু কেন সুরস এত, নিম্‌টে কেন এমন-তেতো,
ময়ুর কেন মেঘের ডাকে,
মেলে মোহন পুচ্ছটিকে?
কান্ত বলে, আছে জেনো, 'কেন'র 'কেন', তস্য 'কেন'
যাও, নিখিল 'কেন'র মূল কারণে,
সে রেখেছে কালের খাতায় লিখে।