বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১২৯
শিরোনাম: তখন ব্যাখ্যা ক’রলে নারদ
মিশ্র বিভাস-একতালা
‘গিরি, গৌরী আবার এসেছিল’ সুর
তখন ব্যাখ্যা ক’রলে নারদ কত:
স্তোকবাক্যে লোভ বাড়িয়ে দিয়ে, ব’ল্লে,
“জামাই হবে মনের মতো!”
নারদ ব’ল্লে “মহেশ রূপে, গুণে অতুল,
কোনও অভাব নাই, সংসারে সব প্রতুল।"
তখন যদি ব’ল্ত, নাই তার জাতি-কুল,–
গিরির পায়ে ধ’রে করিতাম বিরত।
নারদ ব’ল্লে, “রাণি, সিদ্ধি তার জীবন,
অরুণাগ্নি-শশী শিবের ত্রিনয়ন;
তত্ত্বকথায় হর সাদা পঞ্চানন,
বিশ্বহিত-চিন্তা করেন নিয়ত।"
কত বিনয় ক’রে দেখ্তে চাইলাম কোষ্ঠী,
নারদ হেসে ব’ল্লে “বর দিয়েছেন ষষ্ঠী,–
চিরজীবী হর, –অক্ষয়, অমর;
মেয়ের শঙ্খ-সিঁদুর চির-অনাহত!”
ভাল বরে দিতে মিল্ল এসে কাল,
নারদ ঘটক হয়েই ঘটালে জঞ্জাল,
আবার ভেবে দেখি আমারি কপাল,
(নইলে) আমি কেন তখন হ’লাম, মা, সম্মত!
কান্ত বলে,নারদ মিথ্যা ত বলেনি,
যত ব’লে গেছে, কোন্ কথা ফলেনি?
তোমার বুঝ্তে ভুল, পাওনি কথার মূল,
বুঝ্তে পাল্লে, মা, তোর কি আনন্দ হ’ত!