বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৩১
শিরোনাম: তব, করুণামৃত পারাবারে
ঝিঁঝিট-যৎ
তব, করুণামৃত পারাবারে কেন ডুবালে, দয়াময়?
এ অযোগ্য অধমেরে, মলিনেরে, কেন এত দয়া হয়?
(চিত) কাতর করুণা-ভারে, বহিতে আর নাহি পারে,
দুর্ব্বল হয়েছে পাপে, এত দয়া নাহি সয়’!
তোমার কথা হেলা ক’রে, পাপ করিয়া ফিরি ঘরে,
(তুমি) হেসে ব’স, কোলে ক’রে, দেখে কত লজ্জা হয়।
নাহি ঘৃণা, নাহি রোষ, নাহি হিংসা, অসন্তোষ,
শুধু দয়া, শুধু ক্ষমা, শুধু অভয়-পদাশ্রয়!