বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৩৪
শিরোনাম: তব মূলধনে করি ব্যবসায়


   ঝিঁঝিট-একতালা
তব মূলধনে করি ব্যবসায়, তোমারে দেই না লাভের ভাগ।
হিসেব করিয়ে সিন্দুকে তুলি, সাবধানে প্রতি ক্রান্তি, কাগ।
তোমারি ধান্য করিয়া দাদন,
দেড়া দুনো করি লভ্য-সাধন,
তোমা দিয়ে ফাঁকি, গোলা ভ’রে রাখি...
চ’লে যায় বছরের খোরাক্।
তোমারি গাছের ফল বেচে খাই,
বাক্সে তুলি, সে তোমারি টাকাই,
তুমিই শিখালে যত ব্যবসায়,
কড়া, গণ্ডা, পাই যতেক আঁক।
তুমি, দয়ার সাগর রাজ-রাজেশ্বর,
তলব কর না হিসেব পত্তর,
আমি বিশ্বাসঘাতক, চোর, প্রবঞ্চক,
তবুও অধমে নাহি বিরাগ।