বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৩৬
শিরোনাম: তবে কেন শোক


   বেহাগ-আড়াকোঠা
তবে কেন শোক,
যদি রে আনন্দময়, পুণ্য পরলোক?
যে দেশে গিয়াছে ভাই, সে দেশে বিষাদ নাই;
চিদানন্দ সুখস্রোতে, চিরামৃত যোগ।
ভগবত ভক্তগণে, ভক্তিভরে হৃষ্টমনে,
হরিগুণ আলাপনে, হরে সদা কাল;
জনম মরণ তথা, অলীক স্বপন কথা,
নাহি অশ্রুজল, প্রিয়-সুহৃদ্-বিয়োগ।
এড়ায়ে ভব-জঞ্জাল, গিয়েছ করেছ ভালো,
সংসারের দুঃখ জ্বালা, পাবে না তোমায়,
আমাদের অশ্রুজলে, যেন মন নাহি টলে,
চিরশান্তি মাঝে কর, নিত্যসুখ ভোগ।
কর, সখা, আশীর্ব্বাদ ঘুচে ভব পরমাদ,
তব পুণ্য-পথ বহি, যেন চ’লে যাই;
জীবনে কর্ত্তব্য যাহা, সম্পাদন করি-তাহা,
হরিনাম মহামন্ত্রে, নাশে ভব-রোগ।