বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৩৭
শিরোনাম: তবু ভাঙ্গে না ঘুমের ঘোর
তবু ভাঙ্গে না ঘুমের ঘোর,
দ্যাখ্ হয়েছে যামিনী ভোর।
ওই নবীন তপন মহা জাগরণ
আনে না নয়নে তোর!
শিয়রে গগনচুম্বী-শির,
(ও সে) অচল সৌম্য ধীর–
কোটি নিঝর ঝর ঝর ঝরে–
কোটি নয়ন-লোর;
(সে যে) দেখায় নীরবে ইন্দ্রপ্রস্থ পানিপথ চিতোর।
ওই নীল সিন্ধুজল,
চির-গর্ব্বিত-চঞ্চল–
তীব্র আবেগে করিছে প্রহত
বধির দুয়ার তোর;
বলে ‘জাগ জাগ’, নতুবা ডুবে যা
অতল গর্ভে মোর।