বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৪০
শিরোনাম: তারা নাম কোর্তে
মিশ্র-বিভাস-আড়-কাওয়ালী
তারা নাম কোর্তে কোর্তে জিব্বাডা আমার,
আ্যাক্কেকালে গ্যাছে আরাইয়া;
গুরু যে কি মাথা কৈয়া দিল কানে,
ফেল্চি জন্মের মতো হারাইয়া।
বৈস্যা বৈস্যা ক্যাবোল কর্ছি তারা নাম,
কি দোষ পাইয়্যা তারা হইয়্যা বস্চ বাম?
শোন কের্পামই, আমি যাইমু কৈ,
নিবি যদি পাও ছারাইয়্যা।
তারা বৈলা যারা পাও ধইর্যা থাকে,
তারা তারা কইয়্যা, চক্ষু মুইদ্যা ডাকে,
দ্যাও দ্যাশেথুনে, তারাইয়্যা।
ভালো মতে পরক্ কইর্যা দ্যাখলাম আমি,
বৈক্ষদ্যাশে পাথুর বাঁইদ্যা বস্চ তুমি;
এত কাঁদবার লাগ্চি, মাথা ভাঙ্গাবার লাগ্চি,
দ্যাখ্বার লাগ্চ তুমি দারাইয়্যা!