বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৪৫
শিরোনাম: তিমিরনাশিনী, মা আমার
‘নিপট কপট তুঁহু শ্যাম’– সুর
তিমিরনাশিনী, মা আমার।
হৃদয়-কমলোপরি, চরণ কমল ধরি’
চিন্ময়ীমূরতি অখিল-আঁধার!
নিন্দি’ তুষার-কুমুদ-শশি-শঙ্খ,
শুভ্র-বিবেক-বরণ অকলঙ্ক,
মুক্ত-শূন্য-ময়, শ্বেত রশ্মি-চয়,
দূর করে তমঃ-তর্ক-বিচার।
ওই করিল করুণাময়ী দৃষ্টি,
সম্ভব হইল জ্ঞানময়ী সৃষ্টি;
আদি-রাগ-ধর, বীণ-সুধ-স্বর,
জাগ্রত করিছে নিখিল সংসার।
কালিদাস-ভবভূতি, মহাকবি,
বাল্মীকি, ব্যাস, ভাগবত ভারবি,
ও পদ-ধূলি-বলে, লভিল ধরাতলে,
অক্ষয় কীর্তি, পরম সৎকার।
জ্যোতিষ-গণিত-কাব্য-শুভ হস্তে!
ভগবতি! ভারতি! দেবি! নমস্তে!
দেহি বরপ্রদে! স্থানমভয় পদে;
ত্বরিতে দূর কর মোহ আঁধার।
ভাবসন্ধান:
কাব্যকলার দেবী সরস্বতীর বন্দনা।
প্রেক্ষাপট: ১৩১৫ বঙ্গাব্দে রাজশাহীতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য উপলক্ষে
গানটি রচিত।
[সূত্র: রজনীকান্তের
গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]