বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৪৬
শিরোনাম: তীব্র বেদনা যবে


তীব্র বেদনা যবে
হেলে দিলে মোর গলে,
কত যে দিয়েছি গালি,
নির্ম্মম নিদয় ব’লে।
তখন বুঝিনি আমি,
দয়াল হৃদয়স্বামী
পাঠায়েছ শুভাশিষ
দারুণ বেদনা-ছলে।
অভ্রান্ত বিচারপতি
দিবে না যে অব্যাহতি,
বুঝিয়া, বুঝানু মনে,
আর হেন নাহি টলে।
কিছু দিন পরে, হরি,
বুঝিনু অতীতে স্মরি’
জ্ঞানকৃত পাপরাশি
যায় কি শাস্তি না হ’লে?
অনৃত অসরলতা
যায় কি
না পেলে ব্যথা?
হয় কি সরল ফণী,
যষ্টি-আঘাতে না ম’লে?
তারপরে ভেবে দেখি,
এ যে তাঁরি প্রেম! এ কি!
শাস্তি কোথা?
শুধু দয়া,
শুধু প্রেম-প্রতিপলে!