বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৪৭
শিরোনাম: তুই কি খুঁজে দেখেছিস্


   বাউলের সুর-গড় খেম্‌টা
তুই কি খুঁজে দেখেছিস্ তাকে?
যে প্রত্যহ তোর খোরাক পোষাক
পাঠিয়ে দিচ্ছে ডাকে।
ব'সে কোন্ বিজন দেশে,
তোর ভাবনা ভা'বছে রে সে,
আছিস, কি গেছিস্ ভেসে,
সেখান থেকে খবর রাখে।
তুই ব'সে নিজের বাসায়,
থাকিস্ সেই ডাকের আশায়,
টাকাটি পেলেই পাশায়
পড়িস্ নেশার পাকে;
খা'স্ বেশ দুধে, মাছে,
শুধাস্‌‌‌‌‌‌‌‌‌নে আর কা'রো কাছে,
সে যে কোন্ দেশে আছে,
হেসে বেড়াস্ ফাঁকে ফাঁকে।
তার টাকায় জুড়িগাড়ী,
বৌ, বেটার গয়না-শাড়ী,
ঘড়ি, চেন, পাকা বাড়ী,
আছিস্ ভারি জাঁকে!
ওরে মন, নিমকহারাম!
সুখ-শয়নে কচ্ছ আরাম?
তার টাকায় মদ কিনে খাও,
তা'র কাছে কি গোপন থাকে?
তা'র আবার এম্‌নি চিত্ত,
দেখেও জ্বলে না পিত্ত,
তোর দুখে কাঁদে নিত্য,
(আর) আড়াল থেকে ডাকে;
তুই তো, মন, বধির, অন্ধ,
তবু, করে না সে টাকা বন্ধ;
কান্ত কয়, মকরন্দ ফেলে,
খেলি মাকালটাকে।