বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৪৮
শিরোনাম: তুই তো মা আমারি মেয়ে
পিলু-যৎ
তুই তো মা আমারি মেয়ে,
জন্ম নিলি এই জঠরে,
(তবু) মনে হয়, কেউ ন্যাসের মত
রেখেছে তিন দিনের তরে।
সেই তিনটি দিন যেই ফুরাবে,
যার জিনিস সে নিয়ে যাবে,
(আমি) কাকের মত, কোকিল-শিশু
পালন করি নিজের ঘরে।
তুই ছাড়া নাই উপলক্ষ,
(আর) কিছু নাই জুড়াতে বক্ষ,
তুই এসে ডাক্বি 'মা' ব'লে,
এই আশে, মা, যাই না ম'রে।
চির দিনের নিয়ম আছে,
মেয়ে যায়, মা, স্বামীর কাছে,
কোন্ মা মেয়ে বেঁধে রাখে?
স্বামীর ঘর তো সবাই করে।
(কিন্তু) মা পাবে তিনটে দিন খালি,
এইটে তুই নূতন দেখালি,
(ও মা) এমন অটল, নিঠুর বিধান
নাইক কোথাও চরাচরে।
আমার মনের দুঃখে আসে কথা,
পাস্নে, উমা, প্রাণে ব্যথা;
কান্ত বলে, রাণীর খেদে
জগন্মাতার অশ্রু ঝরে।