বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৪৯
শিরোনাম: তুই লোকটা তো ভারী


   বাউলের সুর-আড় খেম্‌টা
তুই লোকটা তো ভারী মস্ত!
দু'শ বার কর্ না জরিপ, ঐ সারে তিন হস্ত
(তার বেশী নয়)
হাজার, কি লক্ষ, অযুত,
ক'রেছিস্ কষ্টে মজুত,
অমনি তোর পায়া বেড়ে,
হ'লি খুব পদস্থ!
(সেদিন) নিস্ তো সঙ্গে কানা কড়ি
– 
(যেদিন) উঠ্‌বে রে কফের ঘড়্‌‌‌‌ঘড়ি
– 
বৈদ্য ব'ল্‌বে 'তাই তো এ যে
সান্নিপাতিক বিকারগ্রস্থ!'
(আর বাঁচে না)
তোর ভারি পক্ক মাথা,
বিজ্ঞানের মস্ত খাতা
চন্দ্রলোকে যাবার রাস্তা
ক'রেছিস্ প্রশস্ত।
(তুই) নাম ক'রেছিস ভারি জবর,
ক'টা তারার রাখিস্ খবর?
কবে, কোথায়, কোন্‌টার উদয়?
কোন্‌টা কোথায় যাচ্ছে অস্ত?
(বল্ তো দেখি?)
দু'দিনের জলের বিম্ব,
বুঝিস্ তো অশ্ব-ডিম্ব;
তুই আবার ভারি পণ্ডিত,
খেতাব দীর্ঘ প্রস্থ।
কান্ত বলে, মুদে আঁখি,
ভাব্‌তো বিশ্ব-ব্যাপারটা কি!
অহংকার চূর্ণ হ'বে,
সকল তর্ক হবে নিরস্ত!
(অবাক হবি!)