বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৫০
শিরোনাম: তুমি, অন্তহীন বিরাট্


   নটনারায়ণ-তেওরা
তুমি, অন্তহীন, বিরাট্, এ নিখিল-ব্যাপী-অচ্যুত-অক্ষর!
আমি ধুলি-কণিকা; ক্ষুদ্র, দীন, নগণ্য, তুচ্ছ বিনশ্বর।
তুমি, নিত্য-মঙ্গল, জ্যোতিঃ নির্ম্মল, শান্ত, সুমধুর, উজ্জল!
আমি, অন্ধ-তমসাচ্ছন্ন, নিষ্প্রভ, পাপ-পবন-বিচঞ্চল।
তুমি, পরম সুন্দর, বিশ্বভূষণ, পুণ্য-বিভব-অলঙ্কৃত!
আমি, অধম কুৎসিত, দুঃখপীড়িত নিত্য-পাপ-কলঙ্কিত।
তুমি, মধুর-বরণা-সান্দ্র-লহরী, তৃষাতুর-চির-পোষাণ!
আমি, শুষ্ক, নীরস, কঠিন, নির্মম, জীব-শোণিত-শোষণ।
আমি, গর্ব্ব করি, তবু, পুত্র তব, প্রভু, ভ্রমি সুমঙ্গল পদতলে;
তুমি, এক-গৌরব-গর্ব্ব বঞ্চিত না কর, প্রভু, দুর্ব্বলে।