বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৫২
শিরোনাম: তুমি আমার অন্তস্থলের
বাউলের সুর-গড় খেম্টা
তুমি আমার অন্তস্থলের খবর জান,
ভাব্তে প্রভু, আমি লাজে মরি!
আমি দশের চোখে ধুলো দিয়ে, কি না ভাবি, আর কি না করি॥
সে সব কথা বলি যদি, আমায় ঘৃণা করে লোকে,
বস্তে দেয় না এক বিছানায়, বলে, 'ত্যাগ করিলাম তোকে"॥
তাই, পাপ ক'রে হাত ধুয়ে ফেলে, আমি সাধুর পোশাক পরি।
আর, সবাই বলে, "লোকটা ভাল, ওর মুখে সদাই হরি"॥
যেমন, পাপের বোঝা এনে, প্রাণের আঁধার কোণে রাখি−
অমনি, চম্কে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি!
তখন লাজে ভয়ে কাঁপ্তে কাঁপ্তে, চরণতলে পড়ি,
বলি 'বমাল ধরা পড়ে গেছি', এখন যা কর হে হরি'॥
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১৯ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: দিলীপকুমার রায়। শ্রীদিলীপকুমার রায় কৃত স্বরলিপি প্রথম খণ্ড 'কান্তগীত-লিপি গ্রন্থ হইতে গৃহীত।
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: বাউলের সুর
তাল: গড় খেমটা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
দ্রুত
গ্রহস্বর: সা