বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৫৩
শিরোনাম: তুমি, ‘আশুতোষ’ নাম


   রামকেলী-কাওয়ালী
তুমি, ‘আশুতোষ’ নাম যদি রাখ,
শঙ্কর, ভিক্ষা মাগি চরণে,

প্রাণরূপা, হিমগিরি-ভবনে
রেখে যাও হে, জীবন-ধনে।
‘সংহার-কারী’ নাম যদি,
ওহে ত্রিপুরান্তক, এ মিনতি

শূল ধরি' তব, হানি' এ মরমে,

গৌরীরে ল’য়ে যাও নিজ ভবনে।
‘শশ্মানচারী’ যদি হে তুমি,
হিমগিরিপুর, করি’ শবের ভূমি,
তিষ্ঠ গিরিপুরে, গৌরীরে ল’য়ে সুখে,
এ গিরি-মহিষী শব-আসনে।
‘মৃত্যুঞ্জয়’ যদি নাম তব,
নিবার মরণভয়, শম্ভু, ভব!
নাম যদি ‘হর’, কান্তের দুঃখ হর,
শিব, করুণা কর, আর্ত্তজনে।