বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৫৬
শিরোনাম: তুমি মোর কামনা


   ঝিঁঝিট-একতালা
তুমি মোর কামনা, তুমি আরাধনা,
অন্য বাঞ্ছা নাহি করি, মা।
তুমি পূজা-ধ্যান, তুমি চিন্তা-জ্ঞান,
তুমি প্রাণের অধীশ্বরী, মা।
মীনের জীবন যেমন সুগভীর জলে,
বায়ুজীবীর জীবন সমীর-মণ্ডলে,
তেমনি তোমার মাঝে, জীবন ডুবে আছে,
তোমাতেই বাঁচি, মরি, মা।
ফল-শূন্য তরু যেমন শোভাহীন,
পুষ্পহীন উদান যেমন বিমলিন,
তেমনি তোমা বিনা, রাজরাণী দীনা,
(শুধু) আসার পাশে প্রাণ ধরি, মা।
বুক ফেটে যাবে, উমা, যখন যাবি,
আর তোরে আন্‌ব না, কভু মনে ভাবি,
তোরে হয়ে হারা, এতই কষ্ট, তারা,
তবু ঐ মায়ায় পড়ি, মা।
না মিটিল ক্ষুধা, না মিটিল তৃষা
ঘনাইল কাল নবমীর নিশা,
এই দুখ-পারাবার, কিসে হব পার?
চাহে কান্ত, পদতরী, মা।