বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৬৪
শিরোনাম: তোর ব’দ্লে গেল
বাউলের সুর
তোর ব’দ্লে গেল দেহের আকার, ব’দ্লে গেল মন,
তবু নয়ন মুদে অচেতন।
যাদের খুসী ক’র্বি বলে ক’র্লি জীবনপণ,
তারাই বলে, ‘বুড়ো, আর ঘুমুবি কতক্ষণ?’
যার কথা তুই নিস্নি কানে, সারাটা জীবন,
সেই, নিলাজ বিবেক আবার বলে, “শিয়রে শমন”।
যে মাকে তুই হেলা ক’রে ব’লতিস্ কুবচন,
সেই ক্ষমার ছবি ব’লছে কানে, “জাগ্রে যাদুধন!”
তোর একই কাতে রাত্ পোহালো ভাঙ্গ্লো না স্বপন,
তোর জীবন-রাত্রি পোহায়, এখন ঊষার আগমন।
তোর বাল্য গেল ধুলো খেলায়, বিলাসে যৌবন,
কেমন ধীরে ধীরে ধ’র্লো জরা, এর পরে মরণ।
কান্ত বলে হায়রে! আমার অরণ্য রোদন;
ডেকে ডুকে, মেরে ধরে, দেখ্লাম বিলক্ষণ।