বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৬৭
শিরোনাম: থাকিতে, মা, মহাষ্টমী


   ভৈরবী-ঝাঁপতাল
থাকিতে, মা, মহাষ্টমী শ্রীচরণ পূজিবারে,
দলে দলে পুরবাসী দাঁড়ায়েছে সিংহদ্বারে।
যাহার যেমন শক্তি,

দীনের সম্বল ভক্তি,
ধনীরা পূজিবে, মা গো, বহুমূল্য উপচারে।
ক’চ্ছে সবে তাড়াতাড়ি,
নিয়ে যাবে বাড়ী বাড়ী,
গেলে, মা, অষ্টমী ছাড়ি’, দুখ পাবে তোর ব্যবহারে।
কিন্তু একটা কথা ভাবি,
সব বাড়ী কি ক’রে যাবি?
অত সময় কোথায় পাবি? অষ্টমী ত’ ছাড়ে ছাড়ে
যা হয়, উমা, কর্ গো ত্বরা,
সবাইকে চাই তুষ্ট করা,
যার-বাড়ী না যাবি, গৌরি! সেই দোষী ক’রবে আমারে।
আর দু’দিনও নাই, মা, আমার,
সেই নবমী এল আবার,
আঁখির আড়াল ক’ত্তে নারি, মায়ের মন কি বুঝিস্ না রে?
এমনি ত’ তোর স্বভাব, তারা!
‘মা’ ব’ল্লে হ’স্ আত্মহারা,
একটা জবা পায়ে দিলে, কোলে তুলে নিস্, মা, তারে!
হোক না কামার, কুমোর, তাঁতি,
আর কোনও অস্পৃশ্য জাতি,

কান্ত বলে, ‘মা’ ডাক শুনে, চুপ ক’রে মা রইতে নারে।