বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৬৯
শিরোনাম: দুটো একটা নয় রে


‘ভেবে মরি কি সম্বন্ধ তোমার সনে’
সুর
দুটো একটা নয় রে, ও ভাই, গাছ ছ’ছটা,
(তাদের) ফল তিত, আর গায়ে কাঁটা;
আমার বড়ো সাধের বাগান ব’সেছে রে জুড়ে,
মস্ত শিকড়, আর গোড়া মোটা।
(আমার) ফল ফুলের গাছ যত, অপরাধীর মতো,
(যেন) জড়সড়
খেয়ে লাথি ঝাঁটা;
তাদের, ফলের গৌরব গেছে, ফুলের সৌরভ গেছে,
অকালে ঝরে, রয় শুক্‌নো বোঁটা।
আমার, গন্ধরাজ, চামেলী, গোলাপ, চাঁপা, বেলী,
আম, জাম, লিচু, কলম-কাটা;
আহা, কেমন সতেজ ছিল, মলিন ক’রে দিল,
হ’রে নিল হরিৎ রূপের ছটা!
আমি বিবেক-অস্ত্র দিয়ে, গোড়াটি কাটিয়ে,
কতবার ভাবি ঘুচলো লেঠা;
(ম’রে) থাকে দু’দিন মোটে, আবার বেড়ে ওঠে,
“রক্তবীজের” ঝড় ও ক’টা।