বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৭০
শিরোনাম: দেখ, আমরা দেওয়ানী


সুর
‘আমরা বিলেত ফের্‌তা ক’ভাই’ডি. এল. রায়
দেখ, আমরা দেওয়ানী হুজুর,
আমরা, মোটা মাইনের মজুর,
তোমরা, দেখে নাও সবে আপন চক্ষে,
নাম শুনেছিলে ‘জুজুর’।
একটু peevish মোদের স্বভাব,
বড়ো, খাইনে কোর্ম্মা কাবাব,
প্রায় cent per cent খুজে দেখ
নেই diabetes-এর অভাব।
আমাদের, মানা কারো সনে মিশ্‌তে,
আমরা, দক্ষ কলম পিশ্‌তে,
ঐ এগারটা থেকে ছ’টা ব’সে লিখি,
কাগজ দিস্তে দিস্তে।
আমাদের, আজ দিলে রংপুরে,
কাল্‌কে রাঁচিতে ফেল্লে ছুঁড়ে,
দেখ্, বদ্‌লীপ্রসাদে হ’য়ে আছি-মোরা,
একদম্ ভবঘুরে!
আর, এই কথা খাঁটি জানুন,
যে, বেশি পড়িনে আইন-কানুন,
প্রায় উকিলকে ডেকে বলি, আপনার
নজির কি আছে আনুন।
আমাদের লেখা পড়ে কার সাধ্য?
করি copyist বেচারির শ্রাদ্ধ,
ঐ, প্রথম অক্ষর ছাড়া আর সব
অনুমানে প্রতিপাদ্য।
যত, non-appealable suit.
আমরা ক’রে দি’ হরির লুট,
ঐ, file clear হ’য়ে গেল, বাস্
আর কি, well and good,
আর ঐ, আপীল করাটা মিথ্যে,
এদিকে, উকীল ফলান বিদ্যে,
আর, ওদিকে আমরা নাসিকা ডাকা’য়ে,
ব’সে ক’সে দেই নিদ্রে।
কভু, জুড়ে দেই মহা তর্ক,
আর, উকীল না হ’লে পক্ক,
অম্‌নি ভেবাচেকা খেয়ে হা’ল ছাড়ে, আর
চুকে যায় উপসর্গ।
কভু, উকীল আপন মনে,
কত, ব’কে যান প্রাণপণে;

আর, ওদিকে মোদের রায় লেখা শেষ,
কার কথা কেবা শোনে?
কভু, সাতটা মামলা তুড়ে,
আমরা, এক সাথে নেই জুড়ে;

আর, তিনশ’ সাক্ষী ব’সে ব’সে খায়
মরে সব মাথা খুঁড়ে।
আরে ঐ, মাসকাবারের বেলা,
আমরা, খেলি এক নব খেলা,
করি, তিন ডাক দিয়ে অমনি খারিজ,
যেন ডাকাতের চেলা!
আমাদের কাজটা অতীব সোজা,
শুধু, মিল দিয়ে যাই গোঁজা,
এই কলমে যা’ আসে ক’রে দি’, ব্যস্
ঘাড় থেকে নামে বোঝা!
বাড়ে, বছরে বছরে মাইনে,
সব জমা করি কিছু খাইনে;
আর, কি জানি বাবা, কাল ভালো নয়,
তাই congress এ যাইনে।