বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৭২
শিরোনাম: দেখ, আমরা হচ্ছি পাশকরা


   মিশ্র ইমনকল্যান
একতালা
দেখ, আমরা হচ্ছি পাশকরা,
ডাক্তার মস্ত মস্ত;
ঐ Anatomy, Physiology তে
একদম সিদ্ধহস্ত।
আমরা ছিলাম যখন students
ঐ Medical Jurisprudence
এই poetryর মতন আউড়ে যেতাম;
ভেবো না impudence;
And, that hellish cramming system,
was but all for good ends.
আমরা M.B.কিম্বা M.D.কিম্বা L.M.S.
V.L.M.S
And as a rule, we take as medicine
Vinum Galicia, more or less.
আমরা ব’লে দিতে পারি, তোমার
দেহে কখানা হাড়।
করি spinal cord আর wisdom tooth-এর
সম্বন্ধ বিচার।
আর ঐ, পচা পোকাপড়া,
হাতে, ঘেঁটেছি কত মড়া,
যখন দ’মে যেতাম, দে’খে, সেটা
কি সব দ্রব্যে গড়া’,
তখন, এক Peg whisky টেনে নিয়ে,
মেজাজ কর্তাম চড়া।
আমরা M.B. কিম্বা M.D. ইত্যাদি।
ঘেন্না ফেন্না নাই আর আমাদের,
হয়েছি মুচি নাকা,
তোমার মূত্র বিষ্ঠা ঘাঁট্‌তে পারি, দাদা,
পেলে নূতন টাকা;
রোগটা বুঝি বা না বুঝি,
আগে, দর্শনী ট্যাঁকে গুঁজি,
দেখ, stethescope আর Thermometer,
আমাদের প্রধান পূঁজি;
রোগের, description শুনে, prescription করি,
অম্‌নি সোজাসুজি;
আমরা M.B. কিম্বা M.D. ইত্যাদি।
তোমার ছেলে অক্‌কা পেলে
আমার কি আর তাতে;
কিন্তু ওষুধের bill টে আস্‌বেই আস্‌বে
প্রত্যেক সন্ধ্যায় প্রাতে,
তুমি, হাজার মাথা ঠোকো,
আর, দেবো না ব’লে রাখো,
Billটা, ভিমরুল-মাফিব তেড়ে ধ’রবে,
জলে বা গর্ত্তে ঢোকো,
তা, হও না তুমি কিস্‌মত মণ্ডল,,
হও না Admiral Togo;
আমরা M.B. কিম্বা M.D.ইত্যাদি।
Medical certificate এর জন্যে
এলে ধনী কেহ,
ঐ, জলপানি কিঞ্চিৎ হাতিয়ে, ব’লে দেই,
“অতি রুগণ্‌দেহ,
আমার চিকিৎসার নীচে আছেন,
জানিনে মরেন কিম্বা বাঁচেন,
এঁর ব্যারাম ভারি শক্ত, ইনি
হাই তোলেন আর হাঁচেন;
আর, কষ্ট হলেই কাঁদেন, আর

আহ্লাদ হ’লেই নাচেন,”
আমরা M.B. কিম্বা M.D. ইত্যাদি।
দেখ্‌‌লে compound fracture, simple fracture,
tumour কিম্বা sore
যা স্ফূর্ত্তিতে, লেগে যাই, তখন
দেখে নিও ছুরির জোর
এই সিদ্ধ হস্তে কেটে,
দি, আঙ্গুল, দিয়ে ঘেঁটে,
আমরা পরের গায়ে ছুরি চালাই
অতি ভয়ঙ্কর রেটে,
আর ঐ operation ব্যাপার আমরা
করেছি একচেটে।
আমরা M.B. কিম্বা M.D. ইত্যাদি।