বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৭৩
শিরোনাম: দেখিয়া পিয়াস না মিটিতে


   বেহাগ-একতালা
দেখিয়া পিয়াস না মিটিতে, উমা,
বছরের মতন হও অদর্শন;
‘মা’ ডাক শুনিয়া, না জুড়াতে হিয়া,
নিস্তব্ধ হয়, মা, অভাগীর ভবন।
কোলে নিয়ে আমার মা জুড়াতে বুক,
কেড়ে নিয়ে যায়, মা, বিধাতা বিমুখ,
(আমার) বছরের আগুনে ঘৃতাহুতি দিয়ে,
পাষাণ হয়ে, কর কৈলাসে গমন।
তোমার আগমনে চাঁদ হাতে পাই,
সুখের সাথে শঙ্কা, কখন্ বা হারাই!
(এই) আকাশ হ’তে খসি’, কখ্‌ন কৈলাস-শশী
কৈলাসের আকাশে সমুদিত হন।
কোন্ বার এসে আমায় কর্‌বি শঙ্কাশূন্য?
এত ভাগ্য কোথায়? কি ক’রেছি পুণ্য?
তোর আগমনানন্দে বিরহের আতঙ্ক
জড়িয়ে থাকে, তাইতে পাইনে আস্বাদন।
কত কি খাওয়াব, সব ভুলে যাই,
বড় ব্যাকুল হিয়া, স্মৃতি ভাল নাই,
গৌরি! তোমায় পূজে প্রফুল্ল সবাই,
আমার পক্ষে বিধান অশ্রু-বরিষণ।
ঐ অস্ত গেল অকরুণ রবি,
নবমীর শশী, পাষাণের ছবি
ঐ দেখা যায়,
আয় কোলে আয়,
কান্ত বলে, মা, আর করিস্‌নে রোদন।