বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৭৫
শিরোনাম: দ্যাখ দেখি, মন, নয়ন মুদে ভাল ক’রে


  অর্ন্ত্যযামী
দ্যাখ দেখি, মন,নয়ন মুদে ভাল ক’রে,
ওই আলো ক’রে ব’সে কে আছে রে,
তোর ভাঙ্গা ঘরে?
কত যে ধুলো মাটি ছাই
– 
খাট-বিছানা দূরের কথা, আসনখানাও নাই;
তবু, করে নিকো অভিমান,
দুখী দেখে ওর ঝরে দু’নয়ান,
এম্‌নি দয়াল প্রাণ, এম্‌নি কোমল প্রাণ

ওরে তুই কর্ নিবেদন প্রাণের বেদন
প্রাণ বিলায়ে পায়ে ধ’রে।
ওরে, ওর কাঙ্গল-সখা নাম,
কাঙ্গাল-বেশে দেয় দেখা, আর পূরায় মনস্কাম;
প্রেম, দয়া, আর বরাভয়
দিয়ে, হেসে হেসে কত কথা কয়,
আর কি দুঃখ রয়, আর কি ব্যথা রয়?
যদি তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি
অভয়-পদে থাক্ প’ড়ে।