বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৭৬
শিরোনাম: ধন্য মানি মেনকাকে


   মধুকানের সুর-ঠেস্ কাওয়ালী
ধন্য মানি মেনকাকে;
ত্রিজগজ্জননী যারে
মা জেনে, মা ব’লে ডাকে।
ত্রিভুবন যার কোলে দোলে,
রাণী তারে করে কোলে,
চরাচর তার চরণ চুমে,
(রাণী) তার শিরে চুম্বে সোহাগে
ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যার
চরণ
-ধুলো চায়;
(রাণী
)
মেয়ে ব’লে আশিষ-ছলে
দেয় চরণ তার মাথায়।
সুধাতুল্য প্রসাদ যাহার,
সুখে জগৎ করে আহার,
রাণী আহার যোগায় তাহার
নিজ উচ্ছিষ্ট খাওয়ায় তাকে।
যার চরণে প্রণাম ক’রে
সিদ্ধ সর্ব্ব কাম;
(সেই) নিখিলের নমস্যা করেন
রাণীরে প্রণাম।
স্থাবর, জঙ্গম যার অধীনে
রাণী দেয় তায় পুতুল কিনে;
স্নেহাত্মিকা ভক্তি বিনে,
এমন ক’রে কে পায় মাকে?
যারে ছেড়ে তিলার্দ্ধ, না
বাঁচে জীব-কূল;
মা ছেড়ে সে যাবে ব’লে,
কাঁদিয়া আকুল।
যার নামে ভবের মায়া কাটে,
সে বিকিয়ে গেল মায়ার হাটে,

ভেবে দেখ্‌লে আজব বটে,
মা বা কে, মেয়ে বা কে।
যার চরণে জ্ঞানের রাণী
বাণী লন দীক্ষা,
মেনকা সন্তান-জ্ঞানে,
তারে দেয় শিক্ষা।
যে মা ত্রিভুবনের ভূষণ,
রাণী তারে দেয় আভরণ,
কান্ত কয়, যার যেমন সাধন,
তার তেম্‌নি সিদ্ধি মিলে থাকে।