বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৮১
শিরোনাম: নবমী-নিশায় নগর নীরব


   খাম্বাজ
একতালা
নবমী-নিশায় নগর নীরব,
আনন্দ-সঙ্গীত থেমে গেছে সব,
একটি পতাকা উড়ে না আকাশে,
বাজে না মঙ্গল-শঙ্খ।
কঠোর-কর্ত্তব্য-পালন-নিরত
নবমী-শশীর কি বিষাদ-ব্রত!
ক্লিষ্ট, মলিন, অবসন্ন কত!
সুগভীর কি কলঙ্ক!
বিষাদ-তিমির মাথায় করিয়া,
মৌনী তরুগণ আছে দাঁড়াইয়া,
নাচে না ময়ুরী, মূক শ্যামা,শুক,
নিশাকাশে উড়ে কঙ্ক।
স্তব্ধ বিহগ গিয়েছে কুলায়,
শুষ্ক কুসুম লুঠিছে ধুলায়,
ঊষা-পরকাশে মা যাবে কৈলাসে,
প্রাণে প্রাণে কি আতঙ্ক!
আনন্দময়ী মা নিরানন্দ ক’রে,
যাবেন ভাবিতে গলিতাশ্রু ঝরে,
কান্ত বলে, জাগে মায়ের প্রসঙ্গে,
নগরবাসী-অসংখ্য।