বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৮৫
শিরোনাম: নাথ, ধর হাত, চল সাথ


   কীর্ত্তনের সুর-ঝাঁপতাল
নাথ, ধর হাত, চল সাথ, চিরসাথি হে!
ভ্রান্তচিত শ্রান্তপদ, ঘিরিল দুখরাতি হে!
শ্রমজ-জল-বিন্দু ঝরে ব্যথিত এ ললাটে হে;
ছিন্ন রুধিরাক্ত পদ, কণ্টকিত বাটে হে!
ক্ষীণ হ’ল দৃষ্টি, অতি তীব্র তনুবেদনা;
ক্ষণে তোমারে পড়িছে মনে, ক্ষণে রহিত চেতনা!
ভগ্নহৃদে কম্পবুকে পড়িয়া পথপাশে গো;
দূর হ’তে তীব্র পরিহাসে কে ও হাসে গো;
ক্ষেমময়! প্রেমময়! তার নিরুপায় হে;
মরণদুঃখহরণ! চিরশরণ দেহ পায়ে হে!