বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৮৬
শিরোনাম: নিরানন্দ-ভরা ভারতে
নিরানন্দ-ভরা ভারতে আজি কেন এ হরষ-চিহ্ণ?
এলো কি রে, সেদিন ফিরে, যেদিন ধর্ম্মকথা ভিন্ন
আর ছিল না আলোচনা, পাপ অনাচার ছিল ঘৃণ্য!
(যেদিন) হ’ত বেদের জয়ধ্বনি, সত্য ছিল মাথার মণি,
এ সংসার অনিত্য গণি’ মায়া-বন্ধন ক’রে ছিন্ন,
ভোগবিলাসী বনে আসি,’ অনশনে হয়ে শীর্ণ,
কাতর প্রাণে ভগবানে ডেকে ডেকেই হ’ত ধন্য!
মুক্তি ছিল জীবের লক্ষ্য, সর্ব্বভূতে সম সখ্য,
(সদা) জয়যুক্ত ধর্ম্মপক্ষ, ছিল না পাপের মালিন্য;
ধান্যে ভরা বসুন্ধরা, নাহি ছিল দেশে দৈন্য;
ভক্তের পাশে দেবতা এসে হতেন নিজে অবতীর্ণ।