বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৮৭
শিরোনাম: নিরুপায়, সব যে যায়
ললিত-বিভাস-একতালা
নিরুপায়, সব যে যায়, আর কে ফিরায় তোমা ভিন্ন!
দেখ্লাম জেগে, ভীষণ মেঘে, আমার আকাশ সমাকীর্ণ;
আর কে রাখে, পাপের পাকে, আর কি থাকে, তরী জীর্ণ?
(আমি) ডুব্লাম হরি তুমি থাকতে দয়াময়, পার্লে না রাখ্তে
তবু একবার নিরাশ প্রাণে হও দেখি হে অবতীর্ণ;
দেহ মনের কোনও কোণে, নাইক তোমার কোন চিহ্ণ;
এমনি হ'য়ে, গেছি ব'য়ে, ভাব্তে যে প্রাণ হয় বিদীর্ণ।
(এই) মলিন মনের অন্তরালে, দেখা দিও অন্তকালে,
একবার তোমায় দেখে মরি, এই বাসনা কর পূর্ণ;
সময় থাক্তে, তোমায় ডাক্তে, হয়নি মতি, মতিচ্ছিন্ন;
তাই কি ঠেলে, দিবে ফেলে, মহাপাপী, ঘোর বিপন্ন!