বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৮৮
শিরোনাম: নিশীথে গোবৎস যখন


   বেহাগ-আড়া
নিশীথে গোবৎস যখন বাঁধা থাকে মায়ের কাছে;
কি পিপাসা ল’য়ে বুকে, পলে পলে মুক্তি যাচে!
কিবা অবারিত টানে, নদী ছোটে সিন্ধুপানে,
তারে নিবারিতে পারে কোথা হেন শক্তি আছে?
প্রভাতে যখন পাখী, নীড়ে নিজ শিশু রাখি’,
আহার সংগ্রহে ছোটে সুদূর নগর মাঝে,
দুর্ব্বল শাবক ভাবে, কতক্ষণে মাকে পাবে;
কি তীব্র উৎকণ্ঠা ল’য়ে, আশার আশ্বাসে বাঁচে!
সেই ব্যাকুলতা কোথায় পাব, তেমনি ক’রে মাকে চাব,
সুখ দুঃখ ভু’লে যাব, হায়রে, সে দিন কোথা আছে!
হ’য়ে অন্ধ, হ’য়ে বধির, ‘মা, মা’ ব’লে হব অধীর;
দু’নয়নে বইবে রে নীর, দীনহীন কাঙ্গালের সাজে।